Contrary to many myths, infertility is not restricted to women. Issues with sperm quality and sperm production are a rising cause of infertility amongst couples. It is also likely that there is more than one cause of infertility. Thus, when a couple finds it difficult to conceive, both partners are advised to undergo fertility testing.
Both the quantity and quality of sperm in semen play an important role in determining fertility. A semen analysis can indicate the concentration of sperm in the semen, the shape of sperm, average sperm motility and signs of infections if any. In most cases, more than one semen analysis may be needed to get an accurate picture of sperm health.
When you see us for the first time, you will be registered with Nova IVF Fertility. We will note your history in detail including menstrual history, coital history, medical & surgical history. We will review your previous reports and past treatments and therefore recommend that you carry your previous treatment details with you when you visit us. We will then do a basic evaluation to mainly check for 3 parameters:
This is done via transvaginal sonography, generally starting from day 11 of the menstrual cycle. This checks for growth and rupture of the follicle (egg). The patient will be advised timed intercourse depending on the day of her ovulation. If required, medication will be advised to induce ovulation.
This is done either via HSG (hysterosalpingography) or laparoscopy + hysteroscopy or sonosalpingography.
The uterus is evaluated via transvaginal ultrasound to check the growth of the endometrial lining and to rule out abnormalities like fibroids or polyps. If required a hysteroscopy can be done to further examine and rectify a problem.
একাধিক মিথের বিপরীতে গিয়েই বলতে হয় বন্ধাত্ব শুধু মহিলাদের হয় না। পুরুষদেরও হয়। শুক্রানুর মান ও শুক্রানু উৎপাদন সংক্রান্ত সমস্যাও আজকের দিনের বেড়ে চলা সমস্যা। যা আসলে পুরুষদের বন্ধাত্ব। তাই আজ কোনও মহিলা যখন সন্তানধারণ করতে পারে না তখন নারী ও পুরুষ উভয়েরই ফার্টিলিটি পরীক্ষা করা দরকার।
সিমেন পরীক্ষা
সিমেনের মধ্যে শুক্রানুর পরিমাণ ও তার গুণগত মান সন্তানধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিমেন পরীক্ষার মাধ্যমে পুরুষদের শরীরে শুক্রানুর পরিমাণ জানা যায়। জানা যায় শুক্রানুর সংখ্যা এবং শুক্রানুগুলি কতটা শক্তিশালী। বেশিরভাগ ক্ষেত্রে একের বেশিবার সিমেন পরীক্ষার প্রয়োজন হয় শুক্রানুর সক্রিয়তা বোঝার জন্য ।
বন্ধাত্বের পরিমাপ বা মূল্যায়ন- মহিলাদের জন্য
নোভা আইভিএফ ফার্টিলিতে প্রথমবার আপনার নাম নথিভুক্তকরণ করাতে হবে। আমরা আপনার রোগ সংক্রান্ত ইতিহাস খতিয়ে দেখব। পাশাপাশি খতিয়ে দেখা হবে আপনার ঋতুচক্রের ইতিহাস। দেখা হবে আপনার যৌনাঙ্গ সংক্রান্ত সমস্যা আছে কি না। আপনি আগে কোনও চিকিৎসা বা অস্ত্রোপচার করিয়েছেন কি না সেই বিষয়টিও দেখে নেওয়া হবে। আমরা আপনার পূর্বের সব চিকিৎসা সংক্রান্ত নথি খতিয়ে দেখব। সুতরাং যখন প্রথববার এখানে আসছেন অবশ্যই আপনার পূর্বের চিকিৎসা সংক্রান্ত নথি সঙ্গে আনবেন। আমরা সেক্ষেত্রে মটামটি ৩টি মাপকাঠির বিচারে বিষয়টির মূল্যায়ন করব।
ডিম্বনিঃসরণ:
এটি ট্রান্সভ্যাজাইনাল পদ্ধতির মাধ্যম করা হয়ে থাকে। যা সাধারণত ঋতুচক্রের ১১তম দিন থেকে শুরু হয়। যা ডিম্বানুর গতি খতিয়ে দেখে। এক্ষেত্রে রোগীকে সময়মতো যৌনসংগম করতে বলা হয়। ডিম্বনিঃসরণ প্রভাবিত করতে ওষুধও প্রয়োগ করা হয়।
নালীগুলির অবস্থা:
এই পরীক্ষা করা হয় এইএসজি অথবা ল্যাপারোস্কপির মাধ্যমে + হিস্টেরোস্কপি অথবা সোনোসালপিঙ্গোগ্রাফির মাধ্যমে
জরায়ুর গহ্বর :
ট্রান্সভ্যাজাইনাল আল্টাসাউন্ডের মাধ্যমে জ্বরায়ুর গহ্বর, ফাইব্রয়েডস অথবা পলিপস সংক্রান্ত সমস্যা পরীক্ষা করা হয়। প্রয়োজন হলে হিস্টোরেস্কপিও করা হতে পারে।