Reproductive Genetics

It is estimated that genetics contribute up to 10% of infertility issues or recurrent pregnancy losses in couples. The risk of finding chromosomal abnormalities grows as the age of the woman increases. Most embryos with an incorrect number of chromosomes fail to implant or miscarry during the first trimester of pregnancy. Genetic testing protocols have the potential to help many of those couples in their quest to have a family. Our comprehensive list of genetic testing services can greatly increase your chances of getting pregnant.

PGT-A (Preimplantation Genetic Testing – Aneuploidy)

PGT-A is genetic testing performed on embryos to identify numerical chromosomal abnormalities or aneuploidy. This test is performed on embryos prior to transfer into the uterus. By analysing all embryos generated in an IVF treatment cycle, those free of chromosomal aneuploidy can be identified for selective transfer. As a result, the pregnancy rates per transfer are increased and the miscarriage rates decreased.

PGT-M (Preimplantation Genetic Testing – Monogenic)

PGT-M involves testing of embryos for specific monogenic disorders like Thalassemia, haemophilia and certain types of muscular dystrophy. It helps couples who have a family history or those who have had a child affected with these disorders to have an unaffected child. All embryos formed as a part of an Assisted Reproductive Technology (ART) are tested for this specific monogenic disorder. Only unaffected or career embryos are transferred to have a disease free child. This can also be combined with PGT-A to further improve success rates.

PGT-SR (Preimplantation Genetic Testing – Structural Rearrangement)

PGT-SR tests people with chromosome rearrangements (structures that hold our genetic material is not of normal size or arrangement). These people are at risk of producing embryos with unbalanced chromosomal structure. Such embryos are not viable and can result in multiple miscarriages. PGT-SR tests embryos for such specific rearrangements and can help in selection of normal embryos for transfer.

ERA (Endometrial Receptivity Array)

ERA is a personalised genetic test to diagnose the state of endometrial receptivity in the window of implantation. ERA determines the exact time period during which an embryo needs to be transferred into the woman’s uterus to achieve a successful pregnancy.

Who is this for?

  • For patients who have had implantation failure with embryos of good morphological quality (at least 3 failed embryo transfers for women younger than 37 years or 2 failed transfer in women older than 37 years)
  • For patients with a normal uterus and with normal endometrial thickness (≤6mm), in which no problems are apparent

আমাদের ১০শতাংশ বন্ধাত্ব সমস্যা বা বারবার বাচ্চা নষ্ট হয় জেনেটিক্যাল কারণে। মেয়েদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রোমোজ়োমের সমস্যা দেখা যায়। অনেক ভ্রুণেই সঠিক সংখ্যায় ক্রোমোজ়োম না থাকার ফলে তা নষ্ট হয়ে যায়। জিন সংক্রান্ত পারিবারিক বিষয়টি এক্ষেত্রে দেখে নিতে হয়। আমাদের সর্বাঙ্গীনরূপে সজ্জিত জেনেটিক পরীক্ষা আপনার গর্ভধারণের সম্ভবনা অনেকটাই বাড়িয়ে দেয়। 

পিজিটি-এ (প্রতিস্থাপনের পূর্বে জেনেটিক পরীক্ষা- অ্যানিপ্লয়ডি)

পিজিটি-এ পরীক্ষা করা হয় ভ্রুণের উপর। এই পরীক্ষা মূলত করা হয় ভ্রুণের মধ্যে ক্রোমোজ়োমের সংখ্যায় কোনও সমস্যা আছে কি না। ভ্রুণ নারীশরীরে প্রতিস্থাপনের আগে এই পরীক্ষা করা হয়। আইভিএফ চিকিৎসা পদ্ধতি চলাকালীন ভ্রুণের ক্রোমোজ়োম হার পরীক্ষা করে তবে তা প্রতিস্থাপিত করা হয়। একে বাছাই পদ্ধতিও বলতে পারেন। এটা করার কারণ অবশ্যই গর্ভধারণে সফলতার হারে বৃদ্ধি ঘটানো। 

পিজিটি-এম (প্রতিস্থাপনের পূর্বে জেনেটিক পরীক্ষা- মোনোজেনিক)

এই পরীক্ষাটি মূলত করা হয় ভ্রুণের মোনোজিনিক সমস্যা যাচাই করে নিতে। মোনোজেনিক সমস্যা গুলি হল- থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া অথবা বিশেষ কোনও পেশির সমস্যা। পিজিটি-এম পরীক্ষা সেইসব পিতামাতাদের সাহায্য করে যাদের ইতিমধ্যেই মোনোজিনিক সমস্যা পরিবারে রয়েছে , বা তাদের অন্য সন্তান এইসব রোগে আক্রান্ত। সেক্ষেত্রে তারা নিশ্চিত হয়ে যান যে তাঁদের ভবিষ্যত সন্তানের এইসব সমস্যা থাকবে না। 

পিজিটি-এসআর (প্রতিস্থাপনের পূর্বে জেনেটিক পরীক্ষা- স্ট্রাকচারাল রিঅ্যারেঞ্জমেন্ট)

পিজিটি-এসআর পরীক্ষা করা হয় ক্রোমোজ়োম পূনর্গঠন (ক্রোমোজ়োম পরিমাপ বা গঠন সংক্রান্ত জেনেটিক সমস্যা) সংক্রান্ত বিষয়টি দেখতে। মনে রাখতে হবে, ক্রোমোজ়োমের গঠন ঠিকঠাক না হলে তা বিশেষ সমস্যার সৃষ্টি করে। বারবার মৃত সন্তানের জন্ম দেন মহিলা। তাই ভ্রুণ প্রতিস্থাপনের আগে তা যাচাই করে নেওয়া অবশ্যই কর্তব্য।

ইআরএ (এন্ডোমেট্রিয়াল রিসেপ্টিভিটি অ্যারে)

এই পরীক্ষা নিশ্চিত করে ঠিক কখন নারী শরীরে ভ্রুণের প্রতিস্থাপন ঘটানো হবে। সঠিক সময় নির্ধারণ সফল গর্ভধারণের ক্ষেত্রে খুবই জরুরী

এই পরিষেবা ঠিক কাদের জন্য? 

  • সেই সমস্ত রোগীদের জন্য যাঁদের ভালো মানের ভ্রুণ হওয়া সত্বেও প্রতিস্থাপন সফল হয়নি (৩৭ বছরের ছোটো মহিলাদের জন্য ৩বার ভ্রুণ প্রতিস্থাপনে অসফলতা এবং সাঁইত্রিশোর্ধ মহিলাদের জন্য ২ বারের অসফলতা)
  • স্বাভাবিক জরায়ু এবং তার পর্দার ঘনত্বে স্বাভাবিকতা থাকলে তবেই এই পরিষেবা

BOOK AN APPOINTMENT