The Healthy Diet to Improve Fertility
Globally, one in every 10 couples suffers from some form of infertility. When it comes to infertility rate in India, approximately 40% of infertility can be attributed to female factors, 40% to male factors, and 20% to unknown causes. Although over the last few decades, the science behind infertility treatment has progressed considerably, there is still a long way to go in terms of advancement. This means that we are still grappling with infertility and there are so many factors that are not under one’s control. Everything from age to lifestyle to genetics has a role to play when it comes to healthy fertility.
This is where a clearly defined diet to improve fertility plays a part. Unlike other factors such as age, genetics, other medical conditions, etc., the kind of diet one takes in is wholly under one’s control. And what’s more, following a balanced diet requires no medical intervention – it is an all-natural way to encourage your body to improve the fertility potential. Although it must be said that a good and healthy diet is only a supplementing factor in boosting fertility. If infertility is diagnosed, you need to seek treatments such as hormonal therapy, IUI, IVF, etc.
Over the last few years, awareness about the importance of finding the best fertility diet has been growing. More and more research has been done in this sphere and the best foods that promote fertility are being determined with the help of extensive studies. One such study is the Nurses’ Health Study conducted by Harvard, a long-term project that examines the effects of diet and other factors on 18,000 women who are either pregnant or trying to conceive. The results from these studies reveal which foods to include and which foods to avoid when trying to conceive and also confirms some things that were already in the public knowledge.
As an overarching general rule, two factors related to diet – nutrition and a healthy body weight – play a key role in a couple’s ability to get pregnant. According to America’s National Fertility Association, 30% infertility cases are caused by weight extremes. A Body Mass Index (BMI) of 18.5 – 24.9 is considered ideal.
So what is the best diet and the best foods you can eat to improve your fertility?
Slow or complex carbohydrates such as whole grains and beans take more time to be processed by the body to turn into sugar and insulin. Replacing bad carbs that provide instant sugar (such as cookies, white bread, white rice) with slow carbs has a positive effect on fertility as insulin is found to inhibit ovulation.
A fruit-rich diet – It was found that women who consumed fruits three times or more a day conceived half a month faster than women who had a lower intake of fruits – say once or twice a month. Similarly, the risk of infertility jumped from 8 to 12 percent – almost by half – in women with the lowest intake of fruits.
Green leafy vegetables contain a lot of iron, which is an essential factor in helping couples be more fertile. Non-heme iron – the kind that you get from vegetables, grains and seeds are more effective than heme iron – the kind found in meats, helps to increase infertility.
Healthy fats – Not all fats are bad for health. There is no need to substitute whole milk with skimmed milk, or cheese with low-fat cheese. The latest studies show that contrary to what was believed earlier, women have a higher chance of conceiving when full fat dairy products are included in their diet.
Supplement with multi-vitamins – Vitamins are some of the most important factors that can help a woman conceive. In a study, women who took multi-vitamins had 40% less chance of developing ovulation disorder.
Avoid alcohol, junk food, caffeine – A diet is as much about avoiding certain foods as it is about what foods to eat. Alcohol and beverages high in caffeine (including sugary soft drinks) have a deteriorating effect on fertility. One study showed that for couples who ate junk food on a regular basis, there was a twofold increase in the risk of infertility. So, avoid these at all costs while trying to conceive.
A healthy diet should also go hand in hand with a moderately rigorous exercise regime. Women who are trying to conceive should keep themselves active. Following a regular but moderate exercise regime throughout your pregnancy period also helps in a smoother and less painful delivery of the baby.
- Published in FERTILITY TREATMENTS
শুক্রাণু বিশ্লেষণের রিপোর্ট কীভাবে পড়তে হবে
যে বিশেষ সমস্যার জন্য কোনও পুরুষের পক্ষ থেকে কোনও মহিলার গর্ভবতী হওয়ার সম্ভাবনাটি ব্যাহত হয়, তাকেই বলে পুরুষ বন্ধ্যাত্ব। এই পুরুষ বন্ধ্যাত্বের মূল কারণ হল শুক্রাণুর শক্তি কমে যাওয়া।
পুরুষটি সংশ্লিষ্ট প্রজনন প্রক্রিয়ায় উপস্থিত হতে সক্ষম কি না তা জানার জন্য অজস্র পরীক্ষা রয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল- সিমেন অর্থাৎ বীর্যের বিশ্লেষণমূলক পরীক্ষা। সংশ্লিষ্ট পুরুষের বীর্যটি সংগ্রহ করে তা গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়। ওই পরীক্ষাগারে বীর্যের ঘনত্ব, বীর্যের পরিমাণ, বীর্যের গতিশীলতা পরীক্ষা করা হয়। যদিও, বীর্যের পরিমাণ কম হওয়া মানেই যে পুরুষটি প্রজনন প্রক্রিয়ায় অংশগ্রহণে সক্ষম, এমনটা নয়। বরং, এটি শুক্রাণুর উৎপাদন বা বিতরণের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
আপনি যদি সম্প্রতি আপনার বীর্যের বিশ্লেষণ করে থাকেন এবং সেই সংক্রান্ত রিপোর্ট পেয়ে থাকেন, তাহলে হয়তো আপনি এটি ভেবে কিঞ্চিৎ ভাবিত হতে পারেন যে, যে যে সংখ্যাগুলো লেখা আছে রিপোর্টে, ওগুলোর মানে কী। ব্যাপারটা একটু খোলসা করে দেখে নেওয়া যাক বরং।
নির্গত বীর্যের ঘনত্ব:
এক-একবার বীর্য নির্গত করার সময় কোনও পুরুষ গড়ে ২-৫ মিলিলিটার ঘন বীর্য নির্গত করে। যদি, এই ঘনত্বের পরিমাণ কম হয় বা তা একেবারেই না থাকে, তাহলে তার নেপথ্যে নিচের কারণগুলি থাকবেঃ
- বীর্য নির্গত করতে অপারগ।
- বীর্যের অসম্পূর্ণ সংগ্রহ।
- যে বিশেষ নালীর দ্বারা বীর্য নির্গত হয়, সেখানে ঘোরতর সমস্যা।
- ঘনঘন যৌন মিলন।
শুক্রাণুর ঘনত্বঃ
সাধারণত লক্ষ করে দেখা যায় যে, স্পার্মাটোজোয়ার ঘনত্ব প্রতি মিলিলিটারে ১৫ মিলিয়ন বা ১.৫ কোটি পর্যন্ত হয়ে থাকে। যদি পরিমাণ এর থেকে কম হয়, তাহলে তাকে বলা হয়- অলিগোস্পার্মিয়া। আর, যদি বীর্যে কোনও শুক্রাণুই না থাকে, তবে তাকে বলা হয়- আজুস্পার্মিয়া। যদি প্রতি মিলিলিটারে শুক্রাণুর ঘনত্ব ৫ মিলিয়ন বা ৫০ লক্ষের কম হয়, তবে তা অত্যধিক পরিমাণে কম বলেই ধরে নেওয়া হয়। প্রতিদিন শুক্রাণুর পরিমাণে কিছু এদিকওদিক হতে পারে। এছাড়া, যৌন মিলনের থেকে বিরত থাকলেও তা শুক্রাণুর পরিমাণকে প্রভাবিত করতে পারে।
শুক্রাণুর গতিশীলতা:
শুক্রাণুর গতিশীলতা শুক্রাণুর পরিমাণের মতোই গুরুত্বপূর্ণ। এই গতিশীলতাকে আবার দু’ভাগে ভাগ করা যায়। সম্পূর্ণ গতিশীলতা (যে কোনও দিকে গতিশীল) এবং অগ্রসর গতিশীলতা (কেবলমাত্র সামনের দিকে গতিশীল)। শুক্রাণু যদি সবল এবং সুস্থ হয় তবে তা সামনের দিকেই অগ্রসর হবে। এর ফলে শুক্রাণু খুব সহজেই সাঁতরে তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়, যা হল মহিলাদের গর্ভাশয়৷ তারপর ডিম্বাণু নিষিক্ত করে। শুক্রাণুর গতিশীলতা ৫০%-এর বেশি হলে তা গর্ভধারণের সম্ভাবনাকে ত্বরান্বিত করে। তবে, স্বাভাবিকের থেকে কম গতিশীল হলে তাকে অ্যাস্থেনোস্পার্মিয়া বলা হয়।
স্পার্ম মর্ফোলজি বা শুক্রাণুর অঙ্গসংস্থানবিদ্যা:
শুক্রাণুর অঙ্গসংস্থানবিদ্যার মাধ্যমে শুক্রাণুর আকার এবং আকৃতির সম্বন্ধে সঠিক ধারণা করা যায়। বীর্য পরীক্ষা করে নিয়ে দেখা হয় যে, সেখানে ঠিক কত শতাংশ শুক্রাণু স্বাভাবিক অবস্থায় রয়েছে। শুক্রাণুর মাথা, শরীর এবং লেজকেও এই হিসেবের মধ্যে ধরা হয়ে থাকে। সাধারণত, শুক্রাণুর ডিম্বাকৃতির মাথা এবং লম্বা লেজ হয়। যদি শুক্রাণুর আকৃতি ঠিক না থাকে, তাহলে অনুমান করা হয় যে, কোনও বিষক্রিয়া অথবা কোনও ওষুধের প্রভাব অথবা অন্যান্য কোনও সমস্যার কারণেই এই দুর্গতি হয়েছে। এমনকি, শুক্রাণুর স্যাম্পেলে যদি ১২% স্বাভাবিক শুক্রাণু থাকে, তাহলেও সেই পরিস্থিতিকে স্বাভাবিক বলেই ঘোষণা করা হয়। আর, অতিরিক্ত পরিমাণে অস্বাভাবিক শুক্রাণু থাকলে তাকে টেরাটোস্পার্মিয়া বলা হয়।
শুক্রাণুর অস্বাভাবিকত্ব কী ইঙ্গিত করে:
যদি প্রথমবারে বীর্য পরীক্ষার পর কোনও অস্বাভাবিকত্ব লক্ষ করেন চিকিৎসকেরা, তাহলে তাঁরা সংশ্লিষ্ট পুরুষকে ফের চার থেকে ছয় সপ্তাহ বাদে বীর্য পরীক্ষার নিদান দেন। এই দ্বিতীয়বারের পরীক্ষার পরেও যদি কোনও অস্বাভাবিকত্ব নজরে আসে, তাহলে সেই সমস্যাটির সুরাহার জন্য আরও বেশ কিছু পরীক্ষার নিদান দেওয়া হয়। এর মধ্যে কোনও কোনও ক্ষেত্রে জীবনধারণের পদ্ধতিতে সামান্য কিছু বদল এবং ওষুধের মাধ্যমেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বর্তমানে গর্ভধারণ সংক্রান্ত চিকিৎসা এত অভাবনীয় উন্নতি করেছে যে, বিভিন্ন ধরনের বন্ধ্যাত্বকরণের সমস্যার সমাধানই অনেক সহজে করা সম্ভব হচ্ছে। এই বিষয়ে চিকিৎসা করে সুফল পাওয়ার জন্য ভালো কোনও অ্যান্ড্রোলজিস্টের সঙ্গে শীঘ্রই যোগাযোগ করুন।
- Published in FERTILITY TREATMENTS
How To Read A Sperm Analysis Report
Any condition in a man that affects the chances of getting the female partner pregnant is known as male infertility. The most common cause of male infertility is to do with the health of the sperm.
Male fertility is diagnosed through a number of tests, the most important being the semen analysis test. After collection, the semen sample is sent to a laboratory where it is assessed for various factors such as volume of semen, semen count, motility and morphology. Absence or low sperm numbers does not necessarily indicate that a man is absolutely infertile. It could point to a hindrance with the production or delivery of the sperm.
If you have had a semen analysis done recently, and received the report, you might be wondering what the numbers on the report mean. Let us look at some of the terms generally mentioned in the semen analysis report and what the healthy levels for each should be.
Semen Ejaculate Volume
On an average, a man produces 2 – 5 ml volume of semen on ejaculation. If the volume is low or absent, it could be due to the following reasons:
- Failed emission (inability to ejaculate)
- Incomplete collection (partial collection of the semen)
- Problems or absence of the duct that carries the spermatozoa.
- Short abstinence interval (Engaging in sexual intercourse too frequently.)
Sperm Concentration
Spermatozoa concentration should typically be a minimum of 15 million per ml. If the count is lower than this, it is called oligospermia where as if no sperms are present in the semen, it is termed azoospermia. If the sperm concentration is below 5 million/ml, it is considered severely low. Sperm count can fluctuate on a daily basis and is also affected by abstinence of sexual intercourse.
Sperm Motility
Sperm motility (movement) is as important as sperm count. Motility can be further divided into total motility (any kind of movement) and progressive motility (forward movement). Healthy sperm must have a fast, forward movement. This allows the sperm to swim to their destination, which is the female reproductive tract, and fertilize the egg. Over 50% sperm motility provides a better chance of pregnancy. If the motility is lower than normal, it is termed asthenospermia.
Sperm Morphology
Sperm morphology refers to the shape and size (appearance) of the sperms. The semen sample is examined to check what percentage of the sperms has a normal shape. The shape of the sperm’s head, body and tail are taken into account. Normally, the sperm should have an oval head and an extended tail. If the sperm is misshapen, it might indicate that the health of the sperm has been affected by exposure to toxins, chemicals or other problems. Even if the sperm sample has 12% normal sperms, it is considered normal. Higher percentage of abnormal sperms is termed teratospermia.
What Abnormal Sperm Results Indicate
If your semen analysis report shows any irregularities, your fertility expert might recommend another semen analysis after four to six weeks. If the report still shows abnormalities after the second analysis, other tests might be conducted to look for underlying problems. Some cases can be treated with minor alterations to lifestyle or medication. Latest developments in reproductive medicine have made it possible to treat many infertility issues. Consult an andrologist to understand your semen analysis report in detail and to receive the best infertility treatment available.
- Published in blog, FERTILITY TREATMENTS
- 1
- 2